এতদ্বারা ৫নং মহদীপুর ইউনিয়নের প্রতিবন্ধী ভাই বোনদের অবগতির জন্য যানানো যাচ্ছে যে, যারা প্রতিবন্ধী ভাতার জন্য অনলাইনে আবেদন করেছেন তাদের যাচাই বাছাই আগামী 6-3-2024ইং তারিখ রোজ বুধবার মহদীপুর ইউনিয়ন পরিষদ প্রঙ্গনে অনুষ্ঠিত হবে। তাই উক্ত দিনে প্রতিবন্ধী ভাই ও বোনদের উপস্থিত হবার জন্য বিশেষ ভাবে বলা হলো। উলেখ্য উক্ত তারিখে নিন্মোক্ত কাগজ পত্র নিয়ে উপস্থিত হতে হবে।
01. আনলাইনের আবেদন কপি।
02. সুবর্ণ কার্ড।
03.নগদ একাউন্ট খোলা আছে এমন মোবাইল নম্বর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস