‘‘মহদীপুর’ইউনিয়ন পরিষদ গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় ০৫নংমহদীপুরইউনিয়ন পরিষদ হিসাবে পরিচিতি। ইহা গাইবান্ধা জেলা হইতে দক্ষিন পশ্চিম দিকে প্রায়২৫কি: মি: ।ও উপজেলা সদর থেকে০৪কি:মি: পূব দিকে অবস্থিত ।
ক) নাম:৫নং মহদীপুরইউনিয়ন পরিষদ ।
খ) আয়তন: ৫০৩৪( বর্গমাইল )
গ) লোকসংখ্যা: ৩৯,২৬৪জন ( 20১৩ ইং সালের আদমশুমারী অনুযায়ী)।
ঘ) গ্রামের সংখ্যা: ২০টি ।
ঙ) মৌজার সংখ্যা: ২০টি ।
চ) বাজারের সংখ্যা: ০৩ টি ।
ছ) উপজেলা সদর হইতে যোগাযোগের মাধ্যম: রিক্সা, অটোরিক্সা,মোটরসাইকেল।
জ)শিক্ষার হার: ৩৭.৫০% (২০০১ এর পরিসংখ্যান তথ্য অনুযায়ী ।)
সরকারী প্রাথমিক বিদ্যালয় : ১৫টি
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয় : ১০টি
উচ্চ বিদ্যালয় : ০৫টি
দাখিলমাদ্রাসা : ০২টি
মন্দির -১৮টি।
মসজিদ- ৫৯টি।
ঈদগাহ মাঠ- ১৯টি।
হতদরিদ্রের সংখ্যা-৩০১২জন( জরিপ অনুযায়ী)
ভিজিডির সংখ্যা- ২৪৯টি।
প্রতিবন্ধির সংখ্যা- ৬৯টি।
বিধবা ভাতার সংখ্যা- ২৩২জন।
মুক্তিযোদ্ধার সংখ্যা-২৮জন।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান: মোঃ নুরুল আমিন সরকার
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান:নাই।
ট) ঐতিহাসিকপযটন স্থান: নাই।
ঠ) ইউপি ভবন স্থাপনেরকাল : ২৪/০৮/২০০৬খ্রী: ।
ড) নব গঠিত পরিষদের বিবরণ:-
১) শপথ গ্রহণের তারিখ: ১১/০৮/২০১১ খ্রী: ।
২) প্রথম সভার তারিখ: ১১/০৮/২০১১ খ্রী: ।
৩)মেয়াদ উর্ত্তীনের তারিখ: ১১/০৮/২০১৬ খ্রী: ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS