Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

পাতা

পঞ্চবার্ষিকী পরিকল্পনা

৫নংমহদীপুর ইউনিয়ন পরিষদ

পঞ্চবার্ষিকী পরিকল্পনা:

                                                                               অর্থ বৎসর ২০১১-২০১৫ইং

 

বাংলাদেশের প্রশাসনিক গ্রামীন স্থানীয় সরকার কাঠামোতে ইউনিয়ন পরিষদ সর্ব নিম্ন স্তর । স্থানীয় পর্যায়ে পরিকল্পনা গ্রহন ও বাস্তবায়নে ইউনিয়ন পরিষদ একটি স্বীকৃত মাধ্যম । স্থানীয় এলাকায় পরিকল্পিত উন্নয় করতে হলে জনগনের অংশগ্রহনের মাধ্যেমে নিদিষ্ট সমযৈর জন্য পরিকল্পনা গ্রহন অত্যাবশ্যাক । এরই ধারাবাহিকতায় মহদীপুরইউনিয়ন পরিষদ ২০১১-২০১৬ পর্যন্ত নিম্নোক্ত পঞ্চবার্ষিকী পরিকল্পনা পরিকল্পনা গ্রহন করেছে ।

যথা: স্থানীয় সম্পদ আরোহন ও সরকারী সাহায্যের মাধ্যেমে-

ক) গ্রামীন অবকাঠামো উন্নয়ন কর্মসূচী

খ) ভিজিডি,ভিজিএফ ও কর্মসৃজন কার্যসূচীর মাধ্যেমে দরিদ্র দুরী করন ।

গ) বৃক্ষ রোপন কর্মসূচীর মাধ্যেমে গ্রামীন আর্থসামাজিক ও ভৌত অবকাঠামো উন্নয়ন ।                                                            

ঘ) সুপেয় পানি ব্যাবস্থা করন ও সকলের জন্য স্বাস্থাসম্মত স্যানিটেশন সুবিধা নিশ্চিত করন ।

ঙ) কৃষকদের মাঝে কুষি উপকরন বিতরন করন ।

চ) দু:স্থ মহিলাদের মাঝে সেলাইমেশিন বিতরন ।

ছ) গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে স্বল্প খরচে তথ্য ও সেবা কেন্দ্রর মাধ্যেমে কমপিউটার প্রশিক্ষনের ব্যাবস্থা ।

জ) বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্র ও ক্রীড়া সামুগ্রী বিতরন ।

 

অন্যান্য তথ্য

 

১। সুবিধাভোগীর তালিকা:

 

ক) ভিজিটি=২৪৯জন

খ) মাতৃত্বকালীন ভাতা=২৮জন

গ) বিধবাভাতা=৩৩২জন

ঘ) বয়স্ক ভাতা=৫৯১জন

ঙ) প্রতিবন্ধী ভাতা =৬৯জন

চ) মুক্তিযোদ্দা ভাতা =২৮জন

 

প্রকল্পনা সমূহ:

 

ক)মহদীপুর  ইউনিয়নে বিভিন্ন মৌজায় স্বাস্থ্যসম্মত রিং স্লাব বিতরন ও স্থাপন ।

খ) মহদীপুর  ইউনিয়নে বিভিন্ন মৌজায় দ:স্থ পরিবারের মধ্যে টিউবওয়েল স্থাপন ।

গ) মহদীপুর  ইউনিয়নে বিভিন্ন শিক্ষিকা প্রতিষ্ঠানে আসবাব পত্র ও ক্রীড়া সামগ্রী বিতরন ।

ঘ) মহদীপুর ইউনিয়নে বিভিন্ন রাস্তায় রিং কালভাট নির্মান ।

ঙ) মহদীপুর  দু:সস্থ পরিবারের মধ্যে ভ্যান ,রিক্সা ও সেলাইমেশিন বিতরন ।